এবার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা পেয়ারার সুবাস। যার ইংরেজি নাম দ্য সেন্ট অব সিন। সিনেমাটির নির্মাতা নূরুল আলম আতিক।
উৎসব ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ২৭ এপ্রিল শেষ হবে। পেয়ার সুবাস সিনেমাটি ২৬ এপ্রিল উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। মূল প্রতিযোগিতা বিভাগে পেয়ারার সুবাসসহ মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ বিভাগে আছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানের সিনেমা। আলফা আই প্রযোজিত পেয়ারার সুবাস সিনেমার সহ-প্রযোজক হিসেবে রয়েছে চরকি। পেয়ারার সুবাস সিনেমাতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ।