সিগমা হকের ভাস্কর্য ও চিত্রকর্মের একক প্রদর্শনী

09 Mar 2023, 02:01 PM খবর শেয়ার:
সিগমা হকের ভাস্কর্য ও চিত্রকর্মের একক প্রদর্শনী

রাজধানীর একটি গ্যালারিতে মাতৃত্ব, প্রেম, প্রকৃতি ও সন্তানের সম্পর্ক নিয়ে একক ভাস্কর্য ও জলরঙের প্রদর্শনী চলছে। ২৬ মার্চ, ২০২৩ রাজধানীর বাড্ডায় অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে নারীর গৌরব-এর প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর বিষয় হলো মা ও সন্তানের সম্পর্ক, নারীত্ব এবং প্রকৃতি।

ভাস্কর সিগমা হকের একক ভাস্কর্য ও জলরঙের কাজ নিয়ে মোট ৬২টি কাজ প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীতে ভাস্কর্য আছে ৪০টি এবং জলরঙে আঁকা চিত্রকর্ম আছে ২২টি। এসব কাজে শিল্পী মূলত বাংলাদেশের অপরূপ সৌন্দর্য এবং  নিসর্গকে  উপজীব্য করেছেন। একাধিক নারীর একত্র হয়ে গল্প করার বিষয়টিকে কেন্দ্র করে তিনি ভাস্কর্য গড়েছেন। এছাড়াও প্রদর্শনীতে স্থান পেয়েছে ছেলেদের ঘুড়ি ওড়ানো ও পাখি নিয়ে খেলা করার ভাস্কর্য। জানা যায় ভাস্কর্যগুলোয় চিত্রশিল্পী সিগমা হক মুক্তিযুদ্ধের বাংলাদেশকে দেখাতে চেয়েছেন। প্রদর্শনী চলবে ১০ মার্চ পর্যন্ত।