বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হচ্ছে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’। ১৫ দিনব্যাপী এ উৎসব শেষ হবে আগামী ৩ মার্চ, ২০২৩। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
উৎসবে যে সিনেমাগুলো দেখানো হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তার তালিকা প্রকাশ করা হয়েছে। উদ্বোধনী আয়োজনের দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখানো হবে নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’।
উৎসবের ১৫ দিন ব্যাপী থাকছে আলোচিত সব সিনেমা। এর মধ্যে রয়েছে জহির রায়হানের বেহুলা, হূমায়ূন আহমেদের শ্যামল ছায়া, মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো অর্ধশত সিনেমা।
উৎসবের পর্দা নামবে রেজওয়ান শাহরিয়ার সুমিতের নোনাজলের কাব্যে সিনেমাটি দেখানোর মধ্য দিয়ে। এটি দেখানো হবে উৎসবের শেষ দিন বিকাল ৪টায়।