দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীগের অবস্থা এখন উন্নতির দিকে। গেল কয়েকদিনের তুলনায় তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। অক্সিজেন স্যাচুরেশন ৯০-৯২ উন্নীত হয়েছে। তাঁর স্ত্রী সুরাইয়া আলমগীর স্বামীর জন্যে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।
করোনায় আক্রান্ত ফকির আলমগীরকে ১৫ জুলাই বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ ইউনিটে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। ১৮ জুলাই, রোববার রাত ১০টার পর চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর বিষয়টি আনন্দভুবন-এর সঙ্গে কথা বলে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ সারাদিন তার [ ফকির আলমগীর] অবস্থা ভালো ছিল। সন্ধ্যার পর থেকে অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। উনাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯০-৯২ এ উন্নীত হয়েছে। তার জন্যে সবাই দোয়া করবেন।’
ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও আনন্দভুবন-এ নিয়মিত লেখেন তিনি।জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্যে ১৯৯৯ সালে একুশে পদকে ভূষিত হন ফকির আলমগীর।