চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ার একটি জুটির বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সড়ক দুর্ঘটনায় বিয়ের আগেই তাঁদের মৃত্যুবরণ করতে হয়েছিল। যার কারণে মৃত্যুর পর মৃত্যুবরণ করা জটির সম্মানে দুই পরিবারের সদস্যরা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চীনে পাত্র বা পাত্রীর মৃত্যুর পর এ ধরনের বিয়ের আয়োজন 'ঘোস্ট ম্যারেজ' প্রথা হিসেবে পরিচিত।
মালয়েশিয়া ড্রাগন অ্যান্ড লায়ন ড্যান্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক রেফারি হিসেবে কাজ করতেন ইয়াং জিংশান [৩১]। তাঁর বান্ধবী ৩২ বছর বয়সী লি মালয়েশিয়ায় একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করতেন।
মালয়েশিয়ার চীনা ভাষার পত্রিকা চায়না প্রেস-এর এক খবরে বলা হয়, তিন বছর ধরে ইয়াং ও লির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এই জুনেই ইয়াং তাঁর বান্ধবী লিকে থাইল্যান্ডে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
গত ২৪ মে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পেরাক এলাকায় প্রাইভেট কার উল্টে গেলে দুর্ঘটনায় দুজনই নিহত হন।
দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পর তাঁদের শোকার্ত পরিবারের সদস্যরা 'ঘোস্ট ম্যারেজ' আয়োজনের পরিকল্পনা করেন। তাঁদের আশা, পরের জীবনে তাঁরা আবার স্বামী-স্ত্রী হিসেবে একত্র হবেন।
তথ্যসূত্র : প্রথম আলো