আলোচনায় ত্বহা শাহ

02 Jun 2024, 12:58 PM বলিউড শেয়ার:
আলোচনায় ত্বহা শাহ

সাম্প্রতিক সময়ে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘হীরামন্ডি’। এই ওয়েব সিরিজটিতে একসাথে পর্দায় দেখা গেছে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চড্ডা, অদিতি রাও হায়দারি, ফারদিন খান, শেখর সুমন ও অধ্যয়ন সুমনের মতো তারকাদের। তবে, সকলের নজর কেড়েছেন অন্য এক অভিনেতা। এই সিরিজে ‘তাজদার’-এর চরিত্রে অভিনয় করা ত্বহা শাহ বদুশাকে নিয়ে এখন বলিউড পাড়া সরগরম। তিনি থাকছেন এবারের বলিউড আয়োজনে...

১৯৮৭ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জন্ম ত্বহার। বাবা শাহ সিকান্দার বদুশা একজন অর্থোপেডিক ডাক্তার। তার মা মাহনাজ সিকান্দার বদুশা একজন বায়োকেমিস্ট এবং এখন একজন উদ্যোক্তা হিসেবেও তিনি পরিচিত। তার আবিদ নামে এক বড়ো ভাই আছেন, আবিদ, যিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ের একজন সিভিল ইঞ্জিনিয়ার।

প্রাথমিক জীবনে তিনি বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে আবুধাবিতে থাকতেন। তবে চতুর্থ শ্রেণি পর্যন্ত আবুধাবির স্কুলে লেখাপড়ার পর তাকে ভারতে পাঠিয়ে দেয় পরিবার। সেখানেই তামিলনাড়–র একটি স্কুলে পড়তে শুরু করেন তিনি। তিন বছর পড়াশোনা করে তিনি আবারো মা-বাবার কাছে ফিরে যান। সেখানেই স্কুলের পড়াশোনার গ-ি শেষ করে কলেজে ভর্তি হন। কিন্তু এর মধ্যেই তার ঘাড়ে চাপে অভিনয়ের ভূত। মাঝ পথেই ছাড়েন লেখাপড়া। পড়াশোনা ছেড়ে দিয়ে অস্ত্রবিদ্যা, প্যারাগ্লাইডিং ও স্কুবা ডাইভিংয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন। এসময় রোজগারের জন্য ব্যবসাও শুরু করেন তিনি। ব্যবসার পাশাপাশি মডেলিংয়ের জগতেও পা রাখেন ত্বহা। টানা তিন বছর বিভিন্ন নামিদামি সংস্থার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন তিনি।

২০০৯ খ্রিষ্টাব্দে ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য কানাডায় যান ত্বহা। সেখানে গিয়ে তিনি সিদ্ধান্ত নেন, অভিনয় নিয়ে পড়াশোনা করবেন। আবুধাবির একটি কলেজে অভিনয় নিয়ে পড়াশোনা করতে শুরু করেন ত্বহা। তার বাবা-মা বুঝতে পেরেছিলেন, অভিনয় নিয়ে ভবিষ্যৎ তৈরি করতে চাইলে তাদের পুত্রকে মুম্বাই যেতে হবে। বাবা-মায়ের সঙ্গে দু’দিনের জন্য মুম্বাই ঘুরতে যান ত্বহা। তারপর সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মুম্বাইয়ে অভিনয়ের প্রশিক্ষণ নেন। মুম্বাই যাওয়ার ৯ মাসের মধ্যেই একটি হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান।

যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ২০১১ খ্রিষ্টাব্দে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লাভ কা দ্য এন্ড’। এই ছবিতে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয়ের সুযোগ পান ত্বহা। কিন্তু ছবিটি বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। ২০১৩ খ্রিষ্টাব্দে করণ জোহরের প্রযোজনায় ‘গিপ্পি’ ছবিতে অভিনয় করতে দেখা যায় ত্বহাকে। কিন্তু সেই ছবিটিও বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। ২০১৪ খ্রিষ্টাব্দে করণের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বারবার দেখো’। সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে এই ছবিতে অভিনয় করেন ত্বহাও। কিন্তু এই ছবিটিও ব্যবসা করতে ব্যর্থ হয়। ‘বুলেটস’, ‘বেকাবু ২’, ‘তাজ : ডিভাইডেড বাই ব্লার্ড’ নামের একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেন ত্বহা। ২০২০ খ্রিষ্টাব্দে ‘দ্রৌপদী আনলিশড’ নামের একটি ইংরেজি ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে।

অবশেষে তিনি সাফল্যের দেখা পেলেন ‘হীরামন্ডি’ সিনেমার মাধ্যমে। এ সিরিজে সাফল্যের পর অভিনেতার ভক্ত-অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনেক প্রযোজক ও পরিচালকও তাকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। 

লেখা : ফাতেমা ইয়াসমিন