অপু বিশ্বাস তারকাখ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন

02 Jun 2024, 12:45 PM মুভিমেলা শেয়ার:
অপু বিশ্বাস  তারকাখ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন



চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে আনন্দভুবনের ১৮ বর্ষ ৯ সংখ্যা [১৬ সেপ্টেম্বর ২০১৩]-সহ আরো কয়েকটি সংখ্যায় প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রচ্ছদে শিরোনাম ছিল ‘অপুর চার’ আর ভিতরে শিরোনাম ছিল ‘বছরে চারটির বেশি ছবি নয়’। তাকে নিয়ে লেখা হয় :

সময় মানুষের একরকম যায় না। চলার পথে জোয়ার-ভাটা থাকবে এটাই প্রকৃতির নিয়তি। তাছাড়া ব্যস্ততার কারণে জীবনে চলে আসে একঘেয়েমি, সেই একঘেয়েমির জন্য দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস মাঝে কিছুটা বিরতি নিয়েছিলেন। কমিয়ে দেন ছবির কাজ। তৈরি হন নতুন গেটআপে। অপু দীর্ঘ বিরতির ফিরিস্তি দিলেন এইভাবে- বছরে কয়টা ছবি করা যায় সর্বোচ্চ ৪টি। সেখানে আমি ১২-১৩টি ছবিতে কাজ করেছি। ব্যস্ততার কারণে যেমন নিজের প্রতি যতœ নিতে পারিনি, তেমনি পারিনি পরিবারকে সময় দিতে। তাছাড়া আমি বুঝতেও পারছিলাম, আমার গেটআপ, ড্রেসআপেও একঘেয়েমি চলে এসেছে। তাই সিদ্ধান্ত নিলাম এই একঘেয়েমি থেকে বের হওয়া উচিত, সেজন্যই এই বিরতি। দীর্ঘ বিরতির পর ঈদে মুক্তি পায় বদিউল আলম খোকনের ‘মাই নেম ইজ খান’ ছবিটি। ছবিটির দর্শকপ্রিয়তায় অপু বিশ্বাসকে জানিয়ে দেয়, দর্শকদের কাছে তিনি কত প্রিয়। দর্শকদের ভালোবাসায় সিক্ত অপু বলেনÑ আমি আমার দর্শক ও ভক্তদের কাছে কৃতজ্ঞ। তারা যে আমাকে এত ভালোবাসেন তার প্রমাণ ‘মাই নেম ইজ খান’। তাদের ভালোবাসায় এই অঙ্গনে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। দর্শকদের ভালোবাসায় কৃতজ্ঞ ছবির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তারা ছবিটির সিক্যুয়েল ঘোষণা দেন এবং ছবির পাত্র-পাত্রী শাকিব-অপুই থাকছেন। ছবিটির কাজ খুব শিগ্গিরই শুরু হবে। এছাড়া অপু বিশ্বাস বর্তমানে তিনটি ছবির কাজ করছেন। ছবি তিনটি হচ্ছে, ওয়াকিল আহমেদের ‘শোধ’, মুনতাজুর রহমান আকবরের ‘ডার্লিং’ ও জাকির হোসেন রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’। মুক্তির মিছিলে রয়েছে কয়েকটি ছবি। আরো অফার আসছে কিন্তু বছরে ৪টির বেশি ছবিতে কাজ করবেন না বলে সেখান থেকে ১-২টি ছবিতে কাজ করতে পারেন বলে অপু জানান।

শাকিব খান ও অপু বিশ্বাস দীর্ঘ ৭ বছরের সবচেয়ে আলোচিত জুটি। আর এই জুটির এই অল্প সময়ে সবচেয়ে ছবি মুক্তির আসনটিও ইতোমধ্যেই বেশ নাড়া দিয়েছে। বিশ্বের সঙ্গে তুলনা করলেও এই জুটির অল্প সময়ে এত ছবি মুক্তি সত্যিই অবিশ্বাস্য। তারা একসঙ্গে এত কাজে দু’জনের মধ্যেই চলে আসে একঘেয়েমি। একঘেয়েমি দূর করতে জুটি ভেঙে অন্যান্য শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন, তবে তেমন সফল হতে পারেননি। কারণ দর্শক দু’জনকে একসঙ্গে দেখতেই আনন্দ পান। পরিসংখ্যানে দেখা যায় শাকিব-অপু জুটির সর্বাধিক ছবি দর্শকনন্দিত হয়...

লেখা : শেখ সেলিম


চলতি সময়ে

সর্বশেষ অভিনয় করেন ‘দ্য ট্র্যাপ’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন জয় চৌধুরী। ছবিটি খুব একটা সাড়া জাগায়নি। গত বছর অপু বিশ্বাস প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ‘লাল শাড়ি’ নামের সেই ছবিটি জনপ্রিয় হয়েছে তা বলা যাবে না। তার অভিনীত ছবির বক্স অফিসের অবস্থা যাই থাক, অপু বিশ্বাস থাকেন বরাবরই আলোচনায়। তার আলোচনায় থাকার কারণ শাকিব খান। সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে সংসার আছে কি নেই, দু’জনে মিলে গেছেন কি যাননি, কী করছেন বা করছেন না, এগুলো নিয়ে গণমাধ্যমে সরব থাকেন অপু বিশ্বাস। অন্যদিকে শবনম বুবলির সঙ্গেও নিয়মিত বাদানুবাদ চলে তার। গণমাধ্যমে দু’জনের ঝগড়া এখন নিয়মিত ঘটনা।

সিনেমা নিয়ে আলোচনা থাকুক বা না থাকুক, টিভি শো-এ কিংবা ইউটিউব চ্যানেলে অপু বিশ্বাসকে নিয়ে সবসময় আলোচনা আছে। অথচ একসময় খুবই ব্যস্ত ছিলেন এই অভিনয়শিল্পী। ২০১৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ব্যস্ততা ছিল। ২০০৫ খ্রিষ্টাব্দে ‘কাল সকালে’ ছবির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন অপু বিশ্বাস। এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে বিরাট সাফল্য পান এই অভিনয়শিল্পী। শাকিব খানের সঙ্গে তৈরি হয় তার জুটি। প্রচ- সাফল্য দ্রুত অপু বিশ্বাসকে তারকায় পরিণত করে। ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘তোমার জন্য মরতে পারি’ ইত্যাদি ছবিতে শাকিব-অপু জুটির সাফল্য ছিল দেখার মতো। সেসময় তারকাখ্যাতির শীর্ষে ছিলেন অপু বিশ্বাস। হ

লেখা : শেখ সেলিম