২৯ বছরে আনন্দভুবন

16 May 2024, 03:36 PM জন্মদিন শেয়ার:
২৯ বছরে আনন্দভুবন

প্রতিবেদন শেখ সেলিম 

অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত বেক্সিমকো মিডিয়া লিমিটেডের পাক্ষিক আনন্দভুবন ২৯ বছরে পদার্পণ করল। ১৬ মে 

বৃহস্পতিবার  দুপুরে আনন্দভুবন কার্যালয়ে কেক কেটে দেশের অন্যতম শীর্ষ পাক্ষিক আনন্দভুবন-এর জন্মদিন উদ্যাপন করা হয়।


কেক কেটে জন্মদিন উদযাপন করেন আনন্দভুবন-এর প্রধান সম্পাদক মো. আলমগীর হোসেন, সম্পাদক ইকবাল খোরশেদ, সম্পাদকীয় সহকারী ফিরোজ সারোয়ার, 

এই সময় উপস্থিত ছিলেন বাণিজ্যিক মহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান,  বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী ইসরাইল পিরু, সহকারী ব্যবস্থাপক, প্রশাসন ও হিসাব মো. আমিনুল ইসলাম, প্রতিবেদক শহিদুল ইসলাম এমেল, ঊর্ধ্বতন গ্রাফিকস ডিজাইনার মো. শাহাদত হোসেন, কম্পিউটার সহকারী চৌধুরী নূরজাহান, আলোকচিত্রী জাকির হোসেন, ভিডিও এডিটর ও অনলাইন অপারেটর সাকিব হোসেন, মেইল সুপারভাইজার সৈয়দ বাশার আলী, অফিস সহকারী শাকিব হোসেন, ফরহাদ খান ও আনন্দভুবন পাঠক ফোরাম, ময়মনসিংহ-এর সভাপতি মো: শওকত ওসমান প্রমুখ।

আধুনিক পাঠকের বিনোদন ও জীবনশৈলী স্লোগান নিয়ে ১৯৯৬ খ্রিষ্টাব্দের ১৬ মে পথচলা শুরু করে আনন্দভুবন, পাঠকের আস্থা ও ভালোবাসায় তা অব্যাহত রয়েছে।


দীর্ঘ পথপরিক্রমায় পত্রিকাটি বিনোদন, ফ্যাশন ও লাইফস্টাইলের সমন্বয়ে পাঠকের ভালোবাসায় সিক্ত হয়েছে। আনন্দভুবন দেশের অনেক তারকাকেই পাঠকের কাছে প্রথম উপস্থাপন করেছে। তবে বিনোদন সাংবাদিকতায় আনন্দভুবনের অবদান ও গুরুত্ব অপরিসীম। এই ম্যাগাজিনে কাজ করা অনেক সাংবাদিক আজ বিভিন্ন শীর্ষ স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলে সাফল্যের সঙ্গে ক্যারিয়ার গড়েছেন।


বিভিন্ন সময় আনন্দভুবনে কাজ করেছেন প্রতিষ্ঠাতা সম্পদক গোলাম ফারুক, আদিত্য কবির, সৈকত সালাহউদ্দিন, জামিল বিন সিদ্দিক, মুম রহমান, এরশাদুল হক টিংকু, জিনাত জাহান তুয়া, পল্লব মোহাইমেন, নজরুল ইসলাম, এমএস রানা, ইভা খান, অদিতি কবির খেয়া, মুনির রানা, শামীম শাহেদ, পলাশ শরীফ, শুচি সৈয়দ, পাভেল ইসলাম, কামরুজ্জামান বাবু, তানভীর তারেক, শাহ আলম সাজু, প্রশান্ত অধিকারী, হক ফারুক আহমেদ, রিয়াদ শিমুল, নূর হোসেন পিপুল, শেখ মিলন, জয়দেব সরকার পলাশ, আতাউর রহমানসহ আরো অনেকেই