আলোচিত অভিনয়শিল্পী [পুরুষ] : ২০২৩

24 Jan 2024, 01:39 PM আকাশলীনা শেয়ার:
আলোচিত অভিনয়শিল্পী [পুরুষ] : ২০২৩

গেল বছর টেলিভিশন ও ইউটিউবে প্রচার হয়েছে বহুসংখ্যক নাটক। নাটকে এককভাবে অভিনয় করে অনেক শিল্পীই আলোচনায় এসেছেন। অনেকে আবার জুটিবেঁধে অভিনয় করেও আলোচনায় এসেছেন। বছরজুড়ে ছোটোপর্দায় যারা আলোচনায় ছিলেন তাদের নিয়ে বিস্তারিত থাকছে এবারের আকাশলীনা আয়োজনে। লিখেছেন শহিদুল ইসলাম এমেল...


টিভিপর্দায় বছর জুড়ে বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন সিনিয়র শিল্পীদের পাশাপাশি তরুণ অভিনয়শিল্পীরাও। সিনিয়র শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে ভিউয়ের দৌড়েও এগিয়ে গেছেন অনেক তরুণ অভিনয়শিল্পী। গেল বছর ছোটোপর্দা ও ইউটিউবে তরুণদের মধ্যে যারা আলোচনায় ছিলেন, তাদের মধ্যে অন্যতম খাইরুল বাশার ও ইয়াশ রোহান।

তরুণ অভিনয়শিল্পী ইয়াশ রোহানকে সিনেমায় অভিনয়ের চেয়ে ছোটোপর্দায় বেশি ব্যস্ত দেখা গেছে। কাজী নজরুল ইসলামের গল্প ও হাসান রেজাউলের পরিচালনায় ‘অগ্নিগিরি’, রুবেল আনুশের পরিচালনায় ‘তোমাকে পেয়ে গেলে’, আবু হায়াত মাহমুদের ‘সরি অমিত’, শাব্দিক শাহীনের ‘হলুদ শহরের প্রেম’ ইয়াশ রোহান অভিনীত উল্লেখযোগ্য নাটক।

বছরজুড়ে আলোচনায় ছিলেন ছোটোপর্দার তরুণ অভিনয়শিল্পী খায়রুল বাশার। তরুণ অভিনয়শিল্পী খাইরুল বাশারকে অনেক নাটকে পেয়েছেন দর্শকরা। খায়রুল বাশার রুবেল আনুশের পরিচালনায় ‘ডুব সাঁতার’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন। খায়রুল বাশার অভিনীত প্রায় নাটকই এরই মধ্যে দর্শকদের প্রশংসা পেয়েছে। ‘ডুব সাঁতার’ নাটকের পর ‘দই ফুচকা’, ‘বাবুই পাখি’, ‘জলতরঙ্গ’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘দ্য ফার্স্ট কেস’, ‘সুখ অসুখ’, ‘বৃষ্টির অপেক্ষায়’, ‘সাদা পায়রা’, ‘লাইলী মজনু’সহ আরো অনেক নাটকে অভিনয় করেছেন খায়রুল বাশার।

সব মিলিয়ে ২০২৩ খ্রিষ্টাব্দে ছোটোপর্দার তরুণ অভিনয়শিল্পীরা ভালো অবস্থান তৈরি করেছেন।

বয়োজ্যেষ্ঠদের মধ্যে মোশাররফ করিমের অভিনয় দর্শকরা পছন্দ করেছেন। মোরসালিন শুভর পরিচালনায় ‘বাবা হতে চাই’ নাটকটি দর্শককরা দারুণ পছন্দ করেছে। এছাড়া ‘এই পিরিতি সেই পিরিতি’, ‘ভাইয়ার ঘারে ভুত’, ‘হঠাৎ বিয়ে’, ‘আমি মরি নাই’, ‘জায়গায় খায়, জায়গায় ব্রেক’, ‘গাড়িওয়ালা’, ‘চিটার আনলিমিটেড’, ‘খোঁচা’, ‘মিশন শ্বশুর বাড়ি’, ‘হারামখোর’, ‘বাজি’ নাটকসহ আরো বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম।

এছাড়া বছরজুড়ে আলোচনায় ছিলেন নিলয় আলমগীর। নিলয় আলমগীর অভিনীত বহু নাটক এখন ইউটিউবে বেশ আলোচনায় রয়েছে। রোমান্টিক, কমেডি ঘরানার নাটকে সাবলীলভাবে অভিনয় করে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। ‘গ্রিন সিগন্যাল’, ‘একসাথে তুমি আমি’, ‘লাভ পার্টনার’, ‘লাভ মেডিসিন’, ‘হ্যাপিনেস’, ‘ইয়ো ইয়ো জামাই’সহ এ-বছর বেশ কিছু নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর।