দর্শক-চাহিদার র্শীষে অবস্থান করা নাটক : ২০২৩

21 Jan 2024, 04:30 PM আকাশলীনা শেয়ার:
দর্শক-চাহিদার র্শীষে অবস্থান করা নাটক : ২০২৩

দেখতে দেখতে কালের পরিক্রমায় আরো একটি বছর চলে গেল। গেল বছর বহু নাটক দেশের বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে। এর মধ্যে কিছু নাটক দর্শকদের মন জয় করতে পেরেছে। আবার কিছু নাটক দর্শক পছন্দ করেননি। টেলিভিশন নাটক প্রযোজনা সমিতির তথ্যমতে, ২০২৩ খ্রিষ্টাব্দে বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল, ইউটিউব, ওটিটি মিলিয়ে প্রায় দেড় হাজারের মতো নাটক প্রচারিত হয়েছে। সেরা কয়েকটি নাটকের বৃত্তান্ত জানাচ্ছেন শহিদুল ইসলাম এমেল


ফিমেল ৩

‘ফিমেল’ ও ‘ফিমেল ২’-এর সফলতার পর ‘ফিমেল ৩’ নির্মাণ করেন জনপ্রিয় নাট্যপরিচালক কাজল আরেফিন অমি। নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা, আরফান মৃধা শিবলুসহ আরো অনেকে। নাটকটি ৫ মাস আগে ‘বঙ্গ’-তে রিলিজ হয়। এর ইউটিউব ভিউ ৩ কোটি ২০ লাখ। ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটি প্রথম স্থানে রয়েছে।

কিডনি

কিডনি নাটকটিও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। অমির নাটক বহু দর্শকের পছন্দের তালিকায়। অর্থের লোভে গ্রামের সহজ-সরল মানুষদের ফাঁদে ফেলে কিডনি নিয়ে ব্যবসা করেন কিছু প্রতারক চক্র। ‘কিডনি’ নাটকে মজার ছলে গল্প বলে দর্শকের কাছে বার্তা দিতে চেয়েছেন পরিচালক অমি। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, চাষী আলম, সুমন পাটওয়ারী ও শিমুল শর্মা।

ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের ব্যানারে ৬ মাস আগে মুক্তি পাওয়া নাটকটি ভিউ হয়েছে ২ কোটি ৭০ লাখ। ইউটিউব ট্রেন্ডিং-এ নাটকটি দ্বিতীয় স্থানে রয়েছে।

কঞ্জুস ২

নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। সরকার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া ফেলে ‘কঞ্জুস’ নাটকটি। এখন পর্যন্ত এই নাটকটি দেখেছেন ২ কোটি ৩০ লাখের বেশি দর্শক। নাটকে কৃপণ চরিত্রে মুশফিক আর ফারহান ও স্ত্রীর চরিত্রে তানজিন তিশা অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন। ইউটিউব ট্রেন্ডিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘কঞ্জুস ২’ নাটকটি। নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, তানজিন তিশাসহ আরো অনেকে।

বিদেশ

এই নাটকটিও পরিচালনা করেছেন কাজল আরফিন অমি। ভাগ্য বদলে একটু বেশি ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ ইউরোপ কান্ট্রিতে অবৈধ পথে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে বহু মর্মান্তিক সংবাদ দেশি-বিদেশি মিডিয়ায় উঠে এসেছে। সমকালীন এই সঙ্কটের গল্প নাটকে তুলে এনেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। ‘বিদেশ’ নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, পাভেল, শিবলু, আবদুল্লাহ রানা, জিসান, পারসা ইভানা, লামিমা। নাটকটি ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ৮ মাস আগে রিলিজ হয়েছে। এর ভিউ হয়েছে ২ কোটি ২০ লাখ। নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ের চতুর্থ স্থানে রয়েছে।