পরী-রাজের মিলন

17 Aug 2023, 04:51 PM মুভিমেলা শেয়ার:
পরী-রাজের মিলন


সবকিছু ভুলে আবার এক হলেন আলোচিত দম্পতি অভিনেত্রী পরীমণি ও শরিফুল রাজ।

এই দম্পতি ১৬ আগস্ট, বুধবার রাতে তাদের সন্তান রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটেন। ১৭ আগস্ট, সকালে ‘গানবাংলা’ টেলিভিশনের সিইও কৌশিক হোসেন তাপস তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সেই বিশেষ মুর্হুতের কিছু ছবি শেয়ার করেন।

গেল ১০ আগস্ট শরীফুল রাজ ও পরীমণি দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন উদযাপন করা হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। অনুষ্ঠানে অনেককে ে দেখা গেলেও  রাজ্যের বাবা শরীফুল রাজকে দেখা যায় নি। 

জন্মদিন অনুষ্ঠানের দুদিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ। অনুষ্ঠানের আগের দিন রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন তিনি। কলকাতা থেকে আনা উপহারসামগ্রী ছেলের হাতে তুলে দেন। ছেলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন। অনেকে ধারণা করেছিলেন ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাবেন রাজ। কিন্তু দেখা যায়নি তাকে।